বিনোদন ডেস্ক:
শোবিজ জগতে অবিবাহিত তারকাদের প্রেম, বিয়ে নিয়ে ভক্তদের থাকে নানারকম কৌতূহল ও আগ্রহ। তারকারা কে কার সঙ্গে প্রেম করছেন, কে কাকে বিয়ে করছেন, কবে কখন বিয়ে করছেন অথবা বিয়েটা আদৌ হবে কিনা- এসব খবর জানতে ভক্তরা থাকেন অপেক্ষায়। তবে একটা কথা ঠিক যে, শোবিজ অঙ্গনে যেটা আজ গুঞ্জন বলে হেসে উড়িয়ে দিচ্ছেন সবাই সেটা প্রায় সময়ই হয় সত্যি! অনেক সময় গোপনে হয়ে যায় তারকাদের বিয়ে।
এই খবর পরে প্রকাশ হয়। অনেক আগেই নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মধ্যকার গভীর সম্পর্কের খবর শোবিজের বাতাসে উড়ে বেড়িয়েছে। তারা তাদের সম্পর্কে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে অভিহিত করলেও বিভিন্ন সূত্র, ফেসবুকে একটু নজরদারি করলেই তাদের সম্পর্কে ভালোভাবেই আঁচ করা যাবে। তাদের বিয়ে হয়ে গেছে বলেও গুঞ্জন রয়েছে। তবে বরাবরই তারা সেটা অস্বীকার করেছেন। সম্প্রতি এই গুঞ্জনে বাড়তি ঘি ঢেলে দিয়েছেন খোদ ভাবনা নিজেই। গতকাল রাত ৯টা ৪৪ মিনিটে ভাবনার ফেসবুকে ভেসে উঠে ‘ইন এ রিলেশনশিপ উইথ অনিমেষ আইচ’! এতকিছুর পরও এবার তারা কি অস্বীকার করবেন তাদের মধ্যকার সম্পর্কের কথা?
সেরা নিউজ/আকিব