রাজধানী ঢাকা এখন পোস্টারের শহর হয়ে উঠেছে। শহরের অলিগলি সব জায়গাতেই ঝুলছে নির্বাচনী পোস্টার। দেয়ালেও সাটানো।সব মিলিয়ে নির্বাচনী হাওয়ায় মুখর ঢাকা শহর। সবই ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য। এই নির্বাচনকে কেন্দ্র করেই প্রার্থীরা নানাভাবে প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তারকারাও। ঢাকাই সিনেমার অনেক নায়ক নায়িকারা প্রার্থীর হয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদেরও ভোট চাইতে দেখা গেলো।
মেয়রপ্রার্থী আতিকুলের জন্য প্রচারণায় অংশ নিয়েছেন তারা। এফডিসি থেকে তারা শুরু করেন এ প্রচারণা। পরে দুটি পিকআপ তারা গুলশানের দিকে রওয়ানা দেন। প্রচারণার ওই দুই পিকআপে অংশ নেন শিল্পী সমিতির দুই সহ-সভাপতি ডিপজল ও নায়ক রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যকরি পরিষদের সদস্য অভিনেত্রী অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস নায়ক আলেক জান্ডার বো ও জয় চৌধুরী।
এ সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী ও আওয়ামীলীগ নেত্রী রোকেয়া প্রাচী।
এর আগে ‘আকবর’ ছবির মহরতে হাজির হয়েছিলেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। শিল্পী সমিতির অনেক নেতাই কথা দিয়েছিলেন প্রয়োজন হলে আতিকের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারা। সেই কথা মতোই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানান ওই নেতারা।
সেরা নিউজ/আকিব