১ জিবি ইন্টারনেট মাত্র ১টাকা! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
১ জিবি ইন্টারনেট মাত্র ১টাকা! - Shera TV
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

১ জিবি ইন্টারনেট মাত্র ১টাকা!

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

সবচেয়ে কম দামে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে চলছে ওয়াইফাই ধাবা নামের একটি টেলিকম প্রতিষ্ঠান। তিন বছর আগে কাজ শুরু করলেও নানা সমস্যা আর আগায়নি ধাবা।

সে সব সমস্যা ঠিকঠাক করেই নতুন করে পরিসেবা দিতে যাচ্ছে। শুরুতেই ১ টাকায় পাওয়া যাবে ১ জিবি ইন্টারনেট ডেটা।

প্রাথমিক ভাবে ভারতের বেঙ্গালুরে এ সেবা পাওয়া যাবে।

ওয়াইফাই ধাবার এক মুখপাত্র জানিয়েছে, থার্ড পার্টি হার্ডওয়্যার, সফটওয়্যার বা কাঠামোর ওপর নির্ভর না করে নিজস্ব হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং তৈরি করা হয়েছে; ফলে খরচ অনেকটাই কমেছে। এছাড়া নতুন ডেটা ট্রান্সমিটিংয়ে সুপারনোড প্রযুক্তি ব্যবহার করে রাউডারের মাধ্যমে সুপারনোডের ট্রান্সমিট সম্পূর্ণ করা হবে।

ওয়াইফাই ধাবার সিইও করম লক্ষণ সংবাদমাধ্যমকে বলেন, আমাদের লক্ষ্য হলো কম খরচে ইন্টারনেট পরিসেবা দেওয়া। এর আগে তিন বছর আগেও এই প্রকল্প শুরু করি, তখন বুঝতে পারি যে মূল সমস্যাটি কানেকশন এবং দামের। এবারে ফাইবার প্রযুক্তি ব্যবহার করে কানেকশন কিনে আইএসপি হিনেবে কাজ করেছি। এতে পুরনো সমস্যাগুলো আর হবে না।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360