৭৪২৩টি বোমা হামলা করে রেকর্ড গড়লেন ট্রাম্প - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
৭৪২৩টি বোমা হামলা করে রেকর্ড গড়লেন ট্রাম্প - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

৭৪২৩টি বোমা হামলা করে রেকর্ড গড়লেন ট্রাম্প

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
২০১৯ সালে আফগানিস্তানে ৭ হাজার ৪২৩টি বোমা নিক্ষেপের রেকর্ড গড়েছে মার্কিন বাহিনী। গত ১০ বছরের মধ্যে দেশটিতে এবারই এত বেশি সংখ্যক বোমা ফেলেছে মার্কিন বাহিনী।

সোমবার যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৮ সালে এ ধরনের বোমা হামলার সংখ্যা ছিল ৭ হাজার ৩৬২টি।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে গেছে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকতে ২০০৯ সালে সেখানে মার্কিন বোমা হামলার সংখ্যা ছিলো মাত্র ৪১৪১টি।

২০১৬ সালে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এশিয়ার এই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মার্কিন সেনাদের বোমা হামলার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। আর এসব বোমা হামলায় দেশটিতে প্রচুর বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে। গত বছর মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে নিহত হয়েছেন ৭১৭ জন বেসামরিক মানুষ।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো মার্কিন-আফগান বাহিনীর বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বহুবার উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিংঘের হিসাব অনুযায়ী, আফগানিস্তানে ২০১৯ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রসহ সরকারি বাহিনীর হামলায় অন্তত ৭১৭ জন প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360