বিনোদন ডেস্ক:
গতবছরের ভালোবাসা দিবস থেকেই মূলত পুরোদমে ছোটপর্দায় কাজ করছেন তাসনিয়া ফারিন। যদিও তার শুরুটা ২০১৭ সালে। ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকের মাধ্যমে সর্বাধিক পরিচিতি পাওয়া এ অভিনেত্রী এবারের ভালোবাসা দিবসে ‘বয়ফ্রেন্ড’ নামে আরেকটি নাটকে অভিনয় করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি গত ১ বছর ধরেই অভিনয়টা ভালোভাবে করছি। এখন স্ক্রিপ্ট হাতে পাওয়া ছাড়া কোনো নাটকে চুক্তিবদ্ধ হই না। এবারের ভালোবাসা দিবসে বেশ কয়েকটি নাটক প্রচার হবে। সেগুলো দেখলেও বুঝতে পারবেন নতুন বছরে কাজের প্রতি আমার সিরিয়াসনেস কতটা বেড়েছে।’
২০১৯ সালে প্রায় ৮০টির মতো নাটকে অভিনয় করেন তরুণ এই অভিনেত্রী। তবে এ বছর সংখ্যার চেয়ে কাজের মানের ওপর আরো বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ফারিয়া জানিয়েছেন, এ বছর থেকে মাসে ১৫-২০ দিনের বেশি কাজ করবেন না। এমনকি কোনো কাজের জন্য যদি কয়েক মাস কাজ থেকে বিরত থাকতে হয় তাতেও তিনি রাজি।
ভক্তদের উদ্দেশ্যে তাসনিয়া ফারিন বলেন, ‘আমি ফেসবুকে নেই। কিন্তু আমার নামে অসংখ্য ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। পেজের সংখ্যাও অনেক। এগুলো থেকে অনেক আজেবাজে জিনিসও শেয়ার দেওয়া হয়। যা নিয়ে আমি খুবই বিরক্ত। আমি ইনস্টাগ্রামে আছি শুধু।’
সেরা নিউজ/আকিব