হাইস্পিড ট্রেনে মাত্র ৫৭ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
হাইস্পিড ট্রেনে মাত্র ৫৭ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম! - Shera TV
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

হাইস্পিড ট্রেনে মাত্র ৫৭ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম!

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

অনলাইন ডেস্ক:
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে উচ্চ গতিসম্পন্ন ট্রেন চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেছেন, এই প্রকল্প বস্তবায়িত হলে মাত্র ৫৭ মিনিটে বন্দরনগরী ও রাজধানীর মধ্যে চলাচল করা সম্ভব হবে।

রেলমন্ত্রী বলেন, নির্মাণ কাজ শুরু করতে বিস্তারিত নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে এই ট্রেন সরাসরি চট্টগ্রামে আসবে।

মন্ত্রী বলেন, রেলওয়েতে যে সকল প্রকল্প চলমান রয়েছে এবং অতি শিগগিরই যে সকল প্রকল্প গ্রহণ করা হবে সেগুলো বাস্তবায়িত হলে আরো ১৫টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। জেলাগুলো হলো-মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান, কক্সবাজার, নড়াইল, ঝালকাঠি, পটুয়াখালী, মানিকগঞ্জ, পিরোজপুর ও বরগুনা।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যান সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। যার মেয়াদ ধরা হয়েছে ৩০ বছর (২০১৬-২০৪৫)। মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পর লক্ষীপুর, শেরপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই ৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। অবশিষ্ট ভোলা জেলাকেও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হবে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360