বলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া সেই রানু মণ্ডল নতুন গান গেয়ে আবারও আলোচনায় এসেছেন।
জিনউজের প্রতিবেদন বলছে, এবার প্রকাশ্যে এল রানু মণ্ডলের গাওয়া ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির ‘ক্যাহে রহি হ্যায় নজদিকিয়া’ গানটি। তবে শুধু রানু মণ্ডলই নন, এই গানটি তার সঙ্গে গেয়েছেন হিমেশ রেশমিয়া, উদিত নারায়ণ ও পায়েল দেবও।
উদিত নারায়ণের সঙ্গে রানুর গানটির রেকর্ডিংয়ের কিছু ভিডিও আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন হিমেশ রেশমিয়া। সে সময়ই উদিত নারায়ণের সঙ্গে রানু গান গাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছিল। অবশেষে সেই পুরো গানটিই এবার ইউটিউবে প্রকাশ্যে এল।
রানাঘাট স্টেশন ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পর প্রথমে মুম্বইয়ের একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে গিয়ে পর পর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল। তবে শুধু হিন্দি গানই নয়, গত বছর পুজোর গানও রেকর্ড করেছিলেন রানু।