ইন্টারন্যাশনাল ডেস্ক:
অভিশংসন থেকে এ যাত্রায় রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অভিশংসন থেকে রক্ষা পেয়েই আনন্দ উদযাপনে মাতলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিশংসন থেকে অব্যাহতি পেয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলের আইনপ্রণেতা এবং নিজের আইনজীবীদের সঙ্গে মিলিত হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, আমরা অন্যায় কোনো কিছু করিনি। শেষ পর্যন্ত যা ফল হয়েছে তাই আসল ঘটনা।
এর আগে বুধবার ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ থেকে মুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এ কারণেই তিনি আর অভিশংসিত হচ্ছেন না। ২০১৮ সালের জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের ঘটনায় জোর বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্ব›দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে জেলেনস্কিকে তিনি চাপ দেন। তাছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তাতেও বাধা দেন ট্রাম্প।
এই অভিযোগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে এই অভিযোগ প্রথম থেকেই ট্রাম্প অস্বীকার করেছেন। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সিনেটে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ ভোট। কিন্তু সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় শেষ পর্যন্ত রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
সেরা নিউজ/আকিব