বিনোদন ডেস্ক:
‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে সাইফ আলী খান-অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খানের। এরপর একের পর এক ছবির অফার আসতেই থাকে সারার কাছে।
ভালোবাসা দিবসে মুক্তি পাবে তার আগামী ছবি ‘লাভ আজকাল টু’ ছবিটি। এতে সারার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী।
জিনিউজের প্রতিবেদন বলছে, সম্প্রতি কারিনা কাপুরের চ্যাট শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ এ অতিথি হয়ে এসেছিলেন সাইফ কন্যা সারা আলী খান। ওই শোতে সারার কাছে সৎ মা কারিনার প্রশ্ন ছিল, তুমি কি কোনোদিন ওয়ান নাইট স্ট্যান্ড করেছ? কাউকে অশ্লীল মেসেজ পাঠিয়েছ? -এর জবাবে সারা বলেছেন, তা তিনি করেননি। তা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাইফ-পত্নী তা স্পষ্টই বোঝা যায়।
সারার সঙ্গে কারিনার মজার এই কথোপকথনের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেছে ম্যাডক ফিল্মস। তাদের প্রযোজনাতেই আসছে সারার পরবর্তী ছবি ‘লাভ আজ কাল’।
ওই শোতে নিজের পরবর্তী ছবি, ওজন কমানোর মতো একাধিক বিষয়ে মায়ের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সারার ভাই ইব্রাহিম ও তৈমুরের প্রসঙ্গও উঠেছিল সেখানে।
সারা আলী খান সইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে। সারার বয়স যখন ১৭ তখন কারিনাকে বিয়ে করে ঘরে তোলেন সাইফ আলী খান।
সেরা নিউজ/আকিব