বিনোদন ডেস্ক:
অভিনয়ে মনোযোগী হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ বিজয়ী জেসিয়া ইসলাম। বর্তমানে একটি ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকে অভিনয় করছেন তিনি। আসছে ভালোবাসা দিবসে তাকে দেখা যাবে ‘বর্ণপরিচয়’ শিরোনামের একটি নাটকে। এটিতে তিনি জুটি বেঁধেছেন এফ এস নাঈমের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এ ছাড়া এ গ্ল্যামারকন্যা এখন ব্যস্ত আছেন ‘গোল্লাছুট’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। নাগরিক টেলিভিশনে এটি প্রচার চলতি রয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু।
জেসিয়া বলেন, সংখ্যার দিক থেকে আমার কাজ অনেক কম। সত্যি বলতে, আগে ক্যারিয়ার নিয়ে এতটা ভাবিনি। বিভিন্ন কারণে গ্যাপ পড়েছিল। তবে এখন আমি ক্যারিয়ার নিয়ে অনেক মনোযোগী। বিশেষ করে যে কোনো চ্যালেঞ্জিং কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর ‘ছবির প্রতিচ্ছবি’ শিরোনামের টেলিছবির মধ্য দিয়ে ছোট পর্দায় জেসিয়ার অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন সালমান মুক্তাদির। পর্দার রসায়নের বাইরে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়ান এ অভিনেত্রী। প্রায় দুই বছর তাদের দুজনের সম্পর্ক নিয়ে শোবিজে ছিল আলোচনা-সমালোচনা। তবে এখন দুজন দু’দিকে।
সেরা নিউজ/আকিব