তথ্য প্রযুক্তি ডেস্ক:
কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের অত্যাধুনিক ফিচার সম্বলিত ফোন স্যামসাং গ্যালাক্সি নোট ১০+ এখন তৈরি হচ্ছে বাংলাদেশে। আমদানি শুল্ক বাদ যাওয়ার ফলে একই মডেলের আমদানি করা ফোনের তুলনায় ৩১ হাজার টাকা কম খরচে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।
একাধিক সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স এর আগে ফোনটি আমদানি করতো। বাইরে থেকে আনা একেকটি ফোনের দাম পড়ত ১ লাখ ৪৪ হাজার টাকা।
তবে এখন থেকে এই মডেলের ফোন নিজস্ব কারখানায় উৎপাদিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন। ফলে একেকটি ফোনের দাম কমে নেমে আসবে ১ লাখ ১৩ হাজারে।
মেসবাহ জানান, প্রথম চালানে তারা ১৫০০ টি ফোন তৈরি করে গত বছরের ২৮ ডিসেম্বর বাজারে ছেড়েছেন। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এবিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ভেরিভায়েড ফেসবুক পেজে জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুপরামর্শ ও অক্লান্ত প্রচেষ্টায় আমরা ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। অদূর ভবিষ্যতে, আমাদের প্রযুক্তি খাতে রফতানি পোশাকশিল্পের রফতানিকে ছাড়িয়ে যাবে এটাই প্রত্যাশা।
বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং এর ফোন বাংলাদেশে তৈরি হওয়াতে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেরা নিউজ/আকিব