বিনোদন ডেস্ক:
নাবিলা ইসলাম। বর্তমান সময়ে নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। ভালোবাসা দিবস উপলক্ষে বেশকিছু কাজও করছেন। কাজের বাইরে তারকাদের ব্যক্তিগত জীবনটা একটু আড়ালেই থাকে। সমপ্রতি চার বছর আগে বিয়ে করেছেন বলে জানালেন নাবিলা। গতকাল নাবিলা ইসলাম এ প্রসঙ্গে বলেন, আমি অনেকদিন আগেই এনগেজড। আর আমি চার বছর আগে বিয়ে করেছি, কিন্তু এ বিষয়টি সেভাবে সবাইকে বলা হয়নি। আর এটা আমি কখনো গোপনও রাখতে চাইনি।
মিডিয়ার অনেকে বিষয়টি জানেন। তবে তেমন আয়োজন করে সকলকে এতদিন বলা হয়নি। অবশ্য স্বামী কি করছেন, নাম কি, এসব বিষয়ে আপাতত কিছু বলতে নারাজ তিনি। বর্তমানে নাবিলা ইসলাম বেশকিছু কাজ করছেন। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ‘লাভ ভার্সেস ইগো’ নামে খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আর নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ।
ভালোবাসা দিবসে যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে। এছাড়া শরাফ আহমেদ জীবনের পরিচালনায় সম্প্রতি ইসলামী ব্যাংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। জাহিদ হাসানের পরিচালনায় ‘হুলস্থুল টিভি’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এটি সামনে আরটিভিতে প্রচার হবে।