বিনোদন ডেস্ক:
‘ডেসটিনেশন ওয়েডিং’, ‘জামাই শ্বশুর’, ‘একটি ফুলের গল্প’, ‘সাদা কাগজে সাজানো অনুভূতি’র মতো বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তাসনুভা এলভিন। তবে এবার কোনো নাটকের গল্পে না বাস্তব জীবনে মা হতে যাচ্ছেন এই লাক্সতারকা। ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আসা তাসনুভা এলভিন জানালেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এজন্য বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন বলেও জানান। ভালোবাসার সম্পর্ক ও পারিবারিকভাবে ২০১৭ সালের ২৬ শে মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। প্রতিবছর ভালোবাসা দিবসে তাসনুভা এলভিনের শর্টফিল্ম, নাটক মিলিয়ে তিন-চারটি কাজ থাকলেও এবার থাকছে না। তিনি বলেন, গত ছয়মাসের বেশি সময় কোনো শুটিং করছি না। কাছের কয়েকজন পরিচালক কাজের জন্য ডাকলেও মাতৃত্বের কারণে শুটিং করতে পারিনি।
বাসায় দিন কাটাচ্ছি। নতুন অতিথির আগমনের অপেক্ষায় এভাবে দিন কেটে যাচ্ছে তার। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারবেন বলে জানালেন এলভিন। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
সেরা নিউজ/আকিব