ইন্টারন্যাশনাল ডেস্ক:
শরিয়া আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ তরুণীকে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ।
ডেইলি মেইল জানিয়েছে, বিকিনি পরে ঘুরে বেড়ানোর কারণে দেশটির মাফুসির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই তরুণীর নাম সিসিলা জাস্টরজেমসকা (২৬)। তিনি ভ্রমণবিষয়ক লেখালেখি করেন।
মাফুসির যে দ্বীপ থেকে ওই নারী পর্যটককে গ্রেফতার করা হয়েছে, সেখানে বিকিনি পরা নিষিদ্ধ। কারণ ওই দ্বীপটি নন-রিসোর্ট। এ জন্য ওই নারীকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া ওই নারীকে গ্রেফতারের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনিকন্যার সারা শরীর ঢেকে দেয়ার চেষ্টা করছেন তিন পুলিশ কর্মকর্তা। কিন্তু বরাবরই ওই নারী পর্যটক পুলিশের নাগাল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পুলিশও নাছোড়বান্দা। কোনোভাবেই ওই নারীকে ছেড়ে দিতে রাজি নয়। অবশেষে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় ব্রিটিশ ওই তরুণীকে চিত্কার করে বলতে শোনা যাচ্ছে, আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন।
জানা গেছে, মালদ্বীপে বিকিনি পরে অবাধ বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। দেশটির হলিডে রিসোর্টগুলো ছাড়া আর কোনো দ্বীপে বিকিনি পরে ঘোরার অনুমতি নেই। এমন নিষেধাজ্ঞা ভাঙায় পুলিশ গ্রেফতার করে ওই যুবতীকে।
এদিকে ওই ব্রিটিশ নারীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনার মুখে পড়ে মালদ্বীপ পুলিশ। ইতিমধ্যে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মালদ্বীপের পুলিশ সার্ভিস কমিশনার মোহাম্মদ হামিদ।
সেরা নিউজ/আকিব