আকিব মাহমুদ:
অনলাইনে টিকেট বিপনন ও রাইড শেয়ারিং সার্ভিস সহজ এর ভেরিভায়েড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। গতকাল সহজ এর ভেরিভায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে বলা হয়’ সুযোগ পেয়ে সহজ ফেসবুক পেইজ ফ্রেপ করে ফেললাম। লাখ টাকার ফ্রেপ!
খেলা হবে’ এরপর প্রায় ১৭ ঘন্টা পরে আরেকটি পোস্ট এর মাধ্যমে জানানো হয় ‘ লাখ টাকা ছাড়া পেজ ছাড়ুম না!’। তবে কে বা কারা সহজের ফেসবুক পেজ হ্যাক করেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এবিষয়ের সত্যতা জানতে সহজ ডট কমে যোগাযোগ করা হলে তারা কোনো সদুত্তর দেননি।
উল্লেখ্য বাংলাদেশের প্রথমদিককার অনলাইন ই-টিকেটের মাধ্যমে বাস এবং লঞ্চের টিকিট সেবা দিয়ে আসছে সহজ ডট কম। কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থেকে টিকেট কাটার সহজ উপায় বের করে সাড়া ফেলে দিয়েছিল সহজ ডট কম।
সেরা নিউজ/আকিব