বিনোদন ডেস্ক:
১২ ফেব্রুয়ারি বাজারে আসছে কণ্ঠশিল্পী জুয়েল খানের ‘আড়ি’ শিরোনামের একটি গান। গানটির কথাও লিখেছেন শিল্পী নিজেই। গানটির সুর এবং মিউজিক করেছেন এস ডি সাগর। গানটির মিউজিক ভিডিও’র গল্প সাজিয়েছেন কিরণ মজুমদার।
পরিচালনা করেছেন কিরণ মজুমদার এবং এন এ নিলয়। কিরণ মজুমদারের প্রযোজনায় গানটি প্রকাশ হবে ‘কে এম মিউজিক ভিশন’ থেকে। গানটিতে মডেলিং করেছেন জুয়েল খান এবং বি এম শান্তা।
কণ্ঠশিল্পী জুয়েল খান বলেন, গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি; সবার ভালো লাগবে। গানের কথা ও সুর খুবই চমৎকার। কিরণ মজুমদার বলেন, আমি চেষ্টা করি ভালো কিছু করার। তার ধারাবাহিকতায় এ গান।
আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আপনারা কে এম মিউজিক ভিশনের পাশে থাকবেন।
সেরা নিউজ/আকিব