জার্মানীর হ্যামিলনের বাঁশিওয়ালা ঢাকায়! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
জার্মানীর হ্যামিলনের বাঁশিওয়ালা ঢাকায়! - Shera TV
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

জার্মানীর হ্যামিলনের বাঁশিওয়ালা ঢাকায়!

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক:
পৃথিবীর বিখ্যাত হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে?  প্রায় ৭০০ বছরের বেশি আগে জার্মানির ছোট্ট শহর হ্যামিলিনে ঘটেছিল বিখ্যাত এ ঘটনাটি। হ্যামিলনের গির্জার দেয়ালে আঁকা ছবি থেকে প্রথম এ ঘটনার কথা জানতে পারে মানুষ। পরে এ নিয়ে গল্প-কবিতা লিখেছেন গ্রিম ভ্রাতৃদ্বয় মতো অনেকেই।  রূপকথার কালজয়ী সেই হ্যামিলনের বাঁশিওয়ালা রূপে এবার দেখা যাবে মোশাররফ করিমকে।
কিন্তু জার্মানি নয়, তাকে দেখা যাবে ঢাকা শহরের মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে পড়তে। চরিত্র রূপকথার হলেও তা নতুন এক গল্পের ধারাবাহিক নাটকে তুলে ধরা হয়েছে। নাম তাই ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। মোশাররফ করিমের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, ঊর্মিলা শ্রাবন্তী কর, শহীদুজ্জামান সেলিম, আরফান, নাদিয়া মিম, এলেন শুভ্র, শফিক খান দিলু প্রমুখ। ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নাটকটি শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে এর নির্মাতা জানান।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360