বিশেষ সেবা দেবে বিআরটিসি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বিশেষ সেবা দেবে বিআরটিসি - Shera TV
বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

বিশেষ সেবা দেবে বিআরটিসি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
বিশেষ পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেওয়ার বিধান যুক্ত করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০ পাস হয়েছে।
১৯৬১ সালের অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে মঙ্গলবার বিলটি পাসের জন্য উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটির প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।

বিলে বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।

বিলে বিআরটিসির মূলধনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে অনুমোদিত মূলধন ছিল ছয় কোটি টাকা। পাস হওয়া বিলে তা এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

বিলে পরিচালনা পর্ষদের সদস্য ১১ থেকে ২৩ জন করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের অনুমোদন নিয়ে দেশের যে কোনো স্থানে এবং বিদেশে বিআরটিসির অফিস, ইউনিট, প্রশিক্ষণ কেন্দ্র, মেরামত কারখানা বা ডিপো স্থাপন করার বিধান রাখা হয়েছে।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360