১৪ তে মেহজাবিনের ১৫ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
১৪ তে মেহজাবিনের ১৫ - Shera TV
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

১৪ তে মেহজাবিনের ১৫

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ভালোবাসা দিবসে ১৫টি নাটকে থাকছেন বলে জানিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- সাগর জাহানের ‘ফিরে এসো রুবি’, আওরঙ্গজেবের ‘সিগনেচার’, সঞ্জয় সমাদ্দারের ‘অপরূপা’ ও ‘শিফট’, মিজানুর রহমান আরিয়ানের ‘চারুর বিয়ে’, মাহিদুল মহিমের ‘ফ্রেম’ ও ‘সাইড ইফেক্ট’। মেহজাবিন বলেন, এখন যে কাজগুলো করছি, তার প্রতিটিই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। এ বছর ভালোবাসা দিবসে ১৫টি নাটকে অভিনয় করছি। নাটকগুলোতে আমার সহশিল্পী অপূর্ব, নিশো, তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ। কয়েকটি নাটকে দর্শক আমাকে চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পাবেন। চলতি বছরের শুরুতে এ অভিনেত্রী দর্শকদের চমক দেখান ‘মরীচিকা’ নাটকের মধ্য দিয়ে। বছরের প্রথম দিন তিনি দর্শকের সামনে আসেন এ নাটকটি নিয়ে।

এখানে তাকে দেখা যায় নেতিবাচক একটি চরিত্রে। এরপরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘সিগনেচার’ নাটকের নতুন লুকের স্থিরচিত্র প্রকাশ করেন। সেখানে ভিক্ষুক বেশে দেখা গেছে তাকে। গ্ল্যামার থেকে বের হয়ে তার নতুন এ লুক স্যোশাল মিডিয়ায় দারুণ আলোচিত হয়েছে। মেহজাবিনের ভাষ্য, আমি শুধু গ্ল্যামারাস চরিত্রের মধ্যে থাকতে চাই না। যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার জন্য এখন প্রস্তুত। যারা আমার নাটক দেখেন তারা নিশ্চয়ই জানেন গেল দুই বছরে আমি নানা চরিত্রে অভিনয় করছি। এদিকে অভিনয় জীবনের ১০ বছর পূর্ণ করতে যাচ্ছেন এ গ্ল্যামারকন্যা। এ প্রসঙ্গে তিনি বলেন, মাঝে-মধ্যেই মনে হয়, এই তো সেদিন শুরু করলাম। আর এত তাড়াতাড়িই এক দশকে পূর্ণ করছি। কত দ্রুত সময় চলে যায়। ক্যারিয়ারের শুরু থেকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এটা সত্যি যে, ১০ বছরে আমার অভিনয়ে পরিবর্তন এসেছে। ১০ বছর আগের মেহজাবিনের চেয়ে এখনকার মেহজাবিন অনেক পরিপক্ক। এখন যে কোনো কাজ করার ক্ষেত্রে সব কিছু ভালো ভাবে দেখে-শুনেই করি। বলতে পারি, অভিজজ্ঞতাই শিল্পীকে পরিণত করে। আগামীতে এভাবে আরো ভালো কাজ করতে চাই। দর্শকের মনে একজন প্রকৃত শিল্পী হিসেবেই জায়গা কওে নিতে চাই।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360