বিনোদন ডেস্ক:
‘কার্তিক ভাইয়া ভাবি আ গ্যয়া’ শুনে ভক্তের দিকে তেড়ে যাচ্ছেন সারা আলি খান- এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, সম্প্রতি শুটিংয়ের ফাঁকে এক দল ছেলের সঙ্গে ফুটবল খেলায় মেতেছিলেন কার্তিক আরিয়ান। হঠাৎ সেখানে উপস্থিত হন সারা আলি খান।
আর সারাকে দেখেই সমবেত স্বরে চিৎকার করে ভাবি ডাকা হয়। আর তা শুনে সারা গেলেন রেগে, তেড়ে গেলেন ভক্তের দিকে।
আনন্দবাজার পত্রিকার জানিয়েছে, ইমতিয়াজ আলির পরিচালিত কার্তিক-সারার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির শুট করতে পাহাড়ি জায়গায় গিয়েছিলেন তারা।
তারকাসুলভ ব্যবহার কার্তিকের নেই বলেই ইন্ডাস্ট্রিতে সুনাম। তাই কাজের ফাঁকে পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়েছিলেন ফুটবল খেলতে।
এমন সময় সারাকে সেখানে দেখতে পেয়েই একটি ছেলে কার্তিককে উদ্দেশ্য করে সারাকে শুনিয়ে ‘বৌদি’ বলতে থাকে।
সারাও ছাড়বার পাত্রী নন। ‘বৌদি কাকে বললি রে’, বলে তিনিও এগিয়ে যান সেই ছেলেটির দিকে।
ওদিকে তখন কার্তিক হাসিতে ফেটে পড়েছে। তাই দেখে সারা তো রেগে লাল। কার্তিকই নাকি এমনটা বলতে বলেছেন, দাবি তার। মারতেও যান কার্তিক কে, তবে তা নিছকই মজা।
প্রসঙ্গত কার্তিক-সারার ব্রেক আপ হয়েছে বেশ কিছু দিন আগেই। কিন্তু কার্তিক-সারাকে জুটি হিসেবে বেশ পছন্দ নেটাগরিকদের তা আরও একবার প্রমাণ করল এই ঘটনা আর ভিডিও।
সেরা নিউজ/আকিব