বিনোদন ডেস্ক:
বিগ বস ১৩-তে শেফালির যাত্রাটা মন্দ ছিল না। তবে বিগ বসের ঘর থেকে বের হওয়ার পরই আসল সুখবরটা দিলেন ‘কাঁটা লাগা’ তারকা শেফালি জরিওয়ালা।
সম্প্রতি এক সাক্ষাৎকার স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও মা হওয়া নিয়ে মুখ খুলেছেন শেফালি।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল শেফালি জরিওয়ালার ‘কাঁটা লাগা’ মিউজিক অ্যালবামটি। এই মিউজিক অ্যালবামটির মধ্যে দিয়ে জনপ্রিয়তা পান শেফালি।
‘কাঁটা লাগা’র পরবর্তীকালেও শেফালি বেশকিছু মিউজিক অ্যালবামে কাজ করেছেন ঠিকই তবে সকলের মনে তিনি এখনও ‘কাঁটা লাগা’ হয়েই রয়ে গিয়েছেন।
২০০৪ সালে সঙ্গীত শিল্পী হারমিত গুলজারের সঙ্গে সাতপাকে বাঁধা পরেছিলেন শেফালি। ২০০৯ সালে তাদের বিয়ে ভেঙে যায়। পরবর্তীকালে পরাগ ত্যাগীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শেফালি।
২০১৪ সালে সাতপাকে বাঁধা পড়ার পর ইতিমধ্যেই পরাগ ত্যাগীর সঙ্গে ১০বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন শেফালি। এবার মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সেরা নিউজ/আকিব