স্পোর্টস ডেস্ক:
মিরপুর টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথে মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে আর মাত্র ২২ রান করলেই তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মিরপুর টেস্টে হাজারি ক্লাবের সদস্য হবেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান।
এর আগে মিরপুরে অনুষ্ঠিত টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৩১৩ রান করেছেন সাকিব আল হাসান। তিনি ১৭টি টেস্ট খেলে ২টি সেঞ্চুরি আর ৮টি ফিফটির সাহায্যে এ রান করেন।
জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। যে কারণে পেশাদার ক্রিকেট থেকে বাইরে রয়েছেন দেশ সেরা এ ক্রিকেটার।
দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে হোম ভেন্যু খ্যাত মিরপুর শেরেবাংলায় ১ হাজার ১২৫ রান করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ১৬টি টেস্ট খেলে এক সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে এ রান করেছেন।
সেরা নিউজ/আকিব