বিনোদন ডেস্ক:
পোড়ামন খ্যাত চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বিবাহিত। সংবাদটা জানার পর অনেকে অবাক হতে পারেন। কারণ এই নায়ক বিয়ে করেননি সেটাই জানেন ভক্তরা। কিন্তু এবার সঠিক সংবাদটাই সামনে এলো।
জানা গেছে, ছয় বছর আগে বিয়ে করেন সাইমন সাদিক। যা এতো দিন গোপন ছিলো। তিনি দুই সন্তানেরও জনক। ছোট সন্তানের বয়স পাঁচ মাস, আর বড় ছেলের বয়স চার বছর।
শনিবার দুপুরে ফেসবুকে স্ত্রী-সন্তানের ছবিসহ একটি পোস্ট করেন সাইমন সাদিক। সেখানে তিনি বিষয়টি পরিষ্কার করেন।
৯ বছর প্রেমের পর একেবারে ঘরোয়া আয়োজনে বোনের বাড়িতে বিয়ে করেন সাইমন। তার স্ত্রীর নাম দীপা সাদিক। ঢাকার মেয়ে দীপার সঙ্গে ৯ বছরের প্রেম সাইমনের।
কিন্তু এই নায়ক কেন বিয়ের খবর গোপন করলেন? সে বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আমি মনে করেছিলাম বিয়ের খবরে জনপ্রিয়তা কমে যাবে। এটা ভেবে আমার স্ত্রী আর অন্যরা বিষয়টি সামনে আনতে চাইছিলেন না।
ক্ষমা চেয়ে সাইমন সাদিক বলেন, দীপার সঙ্গে আমার প্রেম ছিল ৯ বছরের। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আজ ছেলের আনন্দে বিষয়টি সবার সামনে নিয়ে এসেছি।
সেরা নিউজ/আকিব