বিনোদন ডেস্ক:
মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছোট পর্দায় বেশকিছু কাজ করলেও এ সিনেমার মাধ্যমে শার্লিন ফারজানার অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ই মার্চ। শার্লিন ফারজানা বলেন, আমার প্রথম সিনেমা এটি। ছবিটির অপেক্ষায় আছি। সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।
সেরা নিউজ/আকিব