ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতীয় বিনোদন খাতের প্রশংসা করে বিশ্বের বিনোদন সৃজনশীলতায় এর অবদানের কথা উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে বক্তব্যের সময় বিষয়টি তিনি তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ‘বিশ্বের সব দেশের মানুষ ভারতীয় সিনেমার নাচ, গান, রোমান্স, নাটকীয়তা দেখে বিনোদন পায়। বিশেষ করে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, শোলের মতো ক্লাসিক সিনেমা মনে রাখার মতো।’ এ সময় ট্রাম্প শচীন টেন্ডুলকার, বিরাট কোহেলির মতো ভারতীয় ক্রিকেটারদের নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন।
ভারতীয় সিনেমার প্রশংসা করে ট্রাম্প বলেন, এটি সেই দেশ যেখানকার বলিউড থেকে বছরে প্রায় ২ হাজার সিনেমা তৈরি হয়। এসময় মার্কিন প্রেসিডেন্ট ১৯৯৫ সালের বলিউডের সুপারহিট সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের প্রসঙ্গ টানেন।
এর আগে ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ভারত সফরকালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে একটি সংলাপ উচ্চারণ করেছিলেন।
এদিকে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যে ভারত সরকারের বিভিন্ন নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা আহমেদাবাদে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে জড়িয়ে ধরে স্বাগত জানান।
এরপর তার সবরাবতী আশ্রমে যান। ভারতে নিজেদের সংবর্ধনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও স্ত্রী টুইটারে এক বার্তা দিয়েছেন। সেখানে তারা লিখেছেন, ‘ দারুণ এ সফরের জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ।’ সূত্র : এনডিটিভি
সেরা নিউজ/আকিব