তথ্য প্রযুক্তি ডেস্ক:
সাধারণত নতুন বছরের মার্চে অ্যান্ড্রয়েডের ডেভেলপার প্রিভিউ সামনে এলেও চলতি বছর ফেব্রুয়ারিতেই এসে গেল অ্যান্ড্রয়েড ১১। ফোল্ডেবল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১১-তে একাধিক ফিচার যোগ হয়েছে। ক্যামেরায় থাকছে নতুনত্ব। নতুন ভার্সনে গ্রাহকের গোপনীয়তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। ফাইভ-জি কানেকশনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
গুগল জানিয়েছে পিক্সেল ফোর, পিক্সেল থ্রি এ, পিক্সেল থ্রি ও পিক্সেল টু-এর অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার ভার্সন ইমেজ ফাইল ডাউনলোড করা যাচ্ছে। শুধু ডেভেলপারদের জন্য এই ভার্সন সামনে এসেছে। শিগগির আমন্ত্রণের ভিত্তিতে সাধারণ গ্রাহকের জন্য বিটা ভার্সন হাজির হবে। সম্প্রতি একাধিক কোম্পানি বাজারে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এসেছে। অ্যান্ড্রয়েড-১১-এ বিভিন্ন ধরনের ফোল্ডেবল ডিসপ্লে সাপোর্ট থাকছে। নোটিফিকেশনের মধ্যেই কনভার্সেশন দেখে নেওয়া যাবে। এ ছাড়া নোটিফিকেশনে বাবল এপিআই যোগ হয়েছে। এই ফিচারে অন্য কাজ করার সময় বাবলের মধ্যেই নোটিফিকেশন দেখে নেওয়া যাবে।
এ ছাড়া নোটিফিকেশন থেকে রিপ্লাইয়ের সময় ছবি কপি-পেস্ট করা যাবে। ক্রোম ব্রাউজার থেকে ছবি কপি করে জিবোর্ড থেকে পেস্ট করা যাবে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য বায়োমেট্রিক সিকিউরিটি ব্যবহার করে বিভিন্ন তথ্য সেভ করে রাখা যাবে।
সেরা নিউজ/আকিব