বিনোদন ডেস্ক:
বিদ্যা সিনহা মিম এখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি। রায়হান রাফির পরিচালনায় এ ছবিতে তার লুক রোমান্টিক হলেও এবার ছোট পর্দায় অ্যাকশন লুকে হাজির হতে যাচ্ছেন এই লাক্সতারকা। গতকাল মিম বলেন, লাক্স-এর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। শনিবার এফডিসিতে এর কাজ শুরু হয়েছে। যেখানে আমাকে একজন সিনেমার নায়িকারূপেই দর্শকরা দেখতে পাবেন। এটি নির্দেশনা দিচ্ছেন সাবরিনা আইরিন। একটি ভিন্ন চিন্তা নিয়ে এ কাজটির নির্দেশনা দিচ্ছেন তিনি।
অ্যাকশন লুকে দর্শকরা এতে দেখতে পাবেন আমাকে। পুরো বিষয়টি এখন জানাতে চাই না। এখানে আমার কস্টিউম ডিজাইন করেছেন নিশি। সামনে এর বাকি কাজের শুটিং হবে। নতুন এই বিজ্ঞাপনচিত্রের কাজটি নিয়ে বেশ আশাবাদী বলেও জানিয়েছেন মিম। এর আগেও লাক্সের বেশকিছু বিজ্ঞাপনচিত্রে মিমকে দর্শকরা দেখেছেন। এদিকে এরইমধ্যে ‘পরাণ’ ছবির ডাবিং শেষ করতে যাচ্ছেন বলে জানালেন মিম। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। একটি মফস্বল শহরের মিষ্টি প্রেমের গল্পের এ সিনেমায় দর্শকরা তাকে দেখতে পাবেন। এ ছবির বাইরে সামনে ‘ইত্তেফাক’ ছবির বাকি কাজ শেষ করবেন মিম। রায়হান রাফির পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম।
সেরা নিউজ/আকিব