বিনোদন ডেস্ক:
পরিবারের সঙ্গে সময় কাটানো খুব একটা হয়ে উঠেনা অভিনেত্রী জয়া আহসানের। তাই সময় পেলে শুটিংয়ের বাইরে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। পরিবারের সঙ্গে বিভিন্ন সময় কাটানের মুহুর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক জনপ্রিয় এই তারকা সম্প্রতি পিঠা বানানোর একটি ভিডিও আপলোড করেছেন ফেসবুকে। মাটির চুলায় শীতের পিঠা বানানোর ভিডিও সেটি।
ভিডিওতে দেখা যায়, জয়া একটি প্লাস্টিকের টুলে বসে ভাপা ও চিতই পিঠা বানাচ্ছেন। তার আশেপাশে কয়েকজন রয়েছেন। সেখানে জয়া খেজুরের রসও পান করেন।
ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘পিঠে খেলে পেটে সয়। টোনাকে ছাড়াই টুনি একা একা পিঠে বানালো।’ শুধু তাই নয়, ক্যাপশনে তিনি সবাইকে পিঠা খাওয়ার নিমন্ত্রণও জানিয়েছেন। সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। যেটা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত শুক্রবার জয়া আহসান অভিনীত কলকাতার ছবি রবিবার মুক্তি পেয়েছে বাংলাদেশে। মাত্র দুটি সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক অতনু ঘোষ। এই ছবির মাধ্যমে প্রথমবার প্রসেনজিতের সঙ্গে জুটি বেধেঁছেন জয়া।
সেরা নিউজ/আকিব