আলোচনায় জাহ্নবী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আলোচনায় জাহ্নবী - Shera TV
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

আলোচনায় জাহ্নবী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক:
বিভিন্ন অনুষ্ঠানে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের নাচ নজর কেড়েছে নানা মহলে। মায়ের কাছ থেকেই তার নাচের হাতেখড়ি হযেছিলো। ফের আরেকবার নিজের অসাধারণ ‘ডান্সিং মুভ’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। আসছে হোলি উৎসব। তার আগেই তিনি নেচে উঠলেন ১৯৬৫ সালে ‘গাইড’ ছবির বিখ্যাত গান ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানের তালে। পুরনো গানেই হোলিকে আহ্বান জানালেন জাহ্নবী। ‘পিয়া  তোসে ন্যায়না লাগে’ গানে ওয়াহিদা রহমানের অসাধারণ নৃত্যশৈলী আর মুখভঙ্গিমা কোনোদিনও ভোলার নয়। জাহ্নবীর এই অসাধারণ নাচ স্মরণ করিয়ে দিলো সেই লাস্যময়ী ওয়াহিদা রহমানের কথা।

জাহ্নবীর এই নতুন নাচের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরনে আসমানি রঙের আনারকলি। পুরনো হিন্দি গানে জাহ্নবীর নজরকাড়া এক্সপ্রেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ  নেটদুনিয়ার মানুষেরা। কেউ কেউ বলছেন, শ্রীদেবীর যোগ্য কন্যা হয়েই সামনে বলিউড কাঁপাবেন জাহ্নবী। এই নাচ তারই একটি উদাহরণ। অনেকে আবার তাকে অসাধারণ নৃত্যশিল্পী বলেও প্রশংসা করেছেন। কেউ বলেছেন. মুগ্ধ করলেন জাহ্নবী, এ আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আগামী ২৪শে এপ্রিল মুক্তি পেতে চলেছে জাহ্নবী অভিনীত ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। এই বছর তার হাতে রয়েছে আরো অনেক প্রজেক্ট। রাজকুমার রাওয়ের বিপরীতে তিনি অভিনয় করতে চলেছেন ‘রুহী আফসা’ ছবিতে। এ ছাড়াও ‘দোস্তানা টু’ ছবিতে  কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে তাকে।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360