নিউইয়র্ক সিটি পুলিশের লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশের সুমন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিউইয়র্ক সিটি পুলিশের লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশের সুমন - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

নিউইয়র্ক সিটি পুলিশের লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশের সুমন

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের উচ্চপদে পদোন্নতি পেয়েছেন সাঈদ সুমন নামে আরও এক বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার। সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন তিনি।

নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুমনের সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া। পরবর্তীতে সুমনের স্ত্রী সৈয়েদা শায়লা মাসুদ কান্তা তাকে ব্যাচ পরিয়ে দেন।

বাংলাদেশের হবিগঞ্জে জন্মগ্রহণ করা সাঈদ সুমন ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। তৎকালীন সময়ে মাত্র তিন থেকে চার জন বাংলাদেশি-আমেরিকান এ বিভাগে কর্মরত ছিলেন। কঠোর ত্যাগ এবং পরিশ্রমী অফিসার হিসেবে খুব অল্প দিনেই পুলিশ বিভাগে সুমান অর্জন করেন তিনি। সাঈদ সুমনসহ এ সময় এনওয়াইপিডিতে কর্মরত অফিসাররা পেশার প্রতি কমিটমেন্ট, দক্ষতা ও সেবার অনন্য নজীর স্থাপন করেন। ফলে অতি অল্পদিনে পুরো পুলিশ বিভাগে বাংলাদেশি অফিসারদের সুনাম ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশি-আমেরিকানদের এই পেশায় যোগ দেয়ার পথ অনেকটা সহজ হয়ে যায়।

তাছাড়া পুলিশ অফিসার সাঈদ সুমন ব্যক্তিগতভাবে সবসময় চাইতেন আরও বেশিসংখ্যক বাংলাদেশিরা এই বিভাগে যোগদান করুক। তাই কম্যুউনিটির জন্য কাজ করতে তিনিসহ কয়েকজন অফিসার মিলে ২০১৫ সালের জানুয়ারিতে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার এসোসিয়েশন (বাপা) প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি মুসলিম অফিসার এসোসিয়েশনের করসপনডেন্ট সেক্রেটারি ছিলেন।

পদোন্নতি পেয়ে ল্যাফটেনেন্ট সাঈদ সুমন প্রথমেই পরম করুণাময় আল্লাহর প্রতি শুকরিয়া জানান। একই সঙ্গে তিনি স্ত্রী, পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়, বাপাসহ পুলিশ বিভাগের সকল সহকর্মী,বিশেষ করে বাংলাদেশি আমেরিকান অফিসার,সকল সাংবাদিক ও মিডিয়াকর্মী এবং বাংলাদেশি ম্যুউনিটির সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুমন সাঈদ বলেন, আমার এ পদোন্নতি এ প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের মধ্যে পুলিশ বিভাগে কাজ করার আগ্রহ সৃষ্টি করবে। আর তারা এগিয়ে এলেই নিউইয়র্ককে আমরা একটা নিরাপদ,পরিছন্ন,স্বাস্থকর সর্বোপরি সবদিক দিয়ে বসবাসের উপযোগি একটি সুন্দর নগরী গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে আমেরিকান পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ অব ডিটেকটিভ হ্যারিসন, চীফ অব ট্রান্সপোর্টেশন থমাস চ্যান, চীফ অব ইন্টিলেজেন্স ব্যুরো থমাস গ্যালারি, ডেপুটি কমিশনার জন মিলার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাঈদ সুমনের পরিবারসহ বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসার এসোসিয়েনের (বাপা) কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ট্রাস্টি ক্যাপ্টেন আব্দুল্লাহ, সাধারন সম্পাদক লেফটেন্যান্ট প্রিন্স আলম, সিনিয়র সহ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, কমিউনিটি লিয়াজো মাসুদ রহমান, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, বাপার স্ট্রাস্টি এমডি হাসনাত, মিডিয়া লিয়াজো জামিল সারোয়ার জনি, সার্জেন্ট সোহেল খান ও সার্জেন্ট সাইদুল।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360