ইন্টারন্যাশনাল ডেস্ক:
সংকট কাটিয়ে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শনিবার কাতারের দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তালেবান নেতারা এই আলোচিত চুক্তিতে সই করেন বলে বিবিসি জানিয়েছে।
এর মধ্যদিয়ে আফগানিস্তানে ১৮ বছরেরও বেশি সময় ধরে চলা দ্বন্দ্ব-সংঘাত-সহিংসতার পথ বন্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।
তালেবানরা এই চুক্তি মেনে চললে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহযোগীরা আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রতাহার করে নেবে।
চুক্তি অনুযায়ী, তালেবানরা আর কোনও হামলা চালাবে না। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে আল-কায়েদাকে প্রবেশ করতে দেওয়া হবে না।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর প্রায় দেড় যুগ ধরে আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে লড়ে কার্যত কোনও ফল আনতে পারেনি যুক্তরাষ্ট্র। অবশেষে শর্তসাপেক্ষে চুক্তি সম্পন্ন হলো তালেবান ও যুক্তরাষ্ট্রের।
মোতায়েনের পর এখন পর্যন্ত আফগানিস্তানে দুই হাজার ৪শ’র বেশি মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটিতে এখনও পর্যন্ত অবস্থান করছেন প্রায় ১২ হাজার সেনা সদস্য।
সেরা নিউজ/আকিব