স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই জয় দলকে দিয়েছিল আত্মবিশ্বাস। সঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জেতাকে সালমা খাতুনরা নিয়েছিলেন বাড়তি প্রেরণা হিসেবে। কিন্তু মূল আসর শুরু হতেই বিশ্ব আসরে পুরনো রূপে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারদিনে টানা ১০ হারের স্বাদ নিয়েছিল তারা।
শনিবার মেলবোর্নে নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিল জয়ের ভালো এক সুযোগ। প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নারী দলকে ৯১ রানেই থামিয়ে ছিলেন রিতু মনি-সালমা খানুতরা। কিন্তু গল্পটা হার দিয়েই শেষ হলো। বাংলাদেশ নারী দল ১৯.৫ ওভারে ৭৪ রান তুলে হলো অলআউট। হারল ১৭ রানে। গ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে নিল বিদায়। গ্রুপে শেষ ম্যাচে বাংলাদেশ নারীরা খেলবে শ্রীলংকার বিপক্ষে।
টস হেরে বাংলাদেশ এ ম্যাচে বোলিং পায়। স্পিন সহায়ক উইকেটে কিউই নারীরা সুবিধা করতে পারেননি। শুরুর চার ব্যাটসম্যানই রানের আভাস দিয়ে আউট হন। দুই ওপেনার সোফিয়া ডিভাইন ১২ ও প্রিস্ট ২৫ রান করে আউট হন। পরের বেটস ও গ্রিন যথাক্রমে করেন ১৫ ও ১১ রান। নিউজিল্যান্ড ৬৪ রানে হারায় ৪ উইকেট। এরপরই ধস নামের তাদের শিবিরে। ১০ বল থাকতে অলআউট হয় একশ’ রানের আগে।
বাংলাদেশ নারী দলের হয়ে রিতু মনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। অধিনায়ক সালমা খাতুন ২.২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন। রুমানা আহমেদ ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশের মুরশিদা খাতুন ১১ রান করেন। রিতু মনি ব্যাট হাতে করেন ১০ রান। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ২১ রান। বাংলাদেশের আর কেউ উল্লেখ করার মতো রান করতে পারেননি। শেষ পর্যন্ত তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলের।