ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী এই ভাইরাসে দেশটির ভেতরে এটিই প্রথম কোনো মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার (২৯ ফেব্রয়ারি) এক বিবৃতিতে জানান, ‘করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শনিবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনায় আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তিনি স্বাস্থ্যঝুঁকিতে ছিলেন। এছাড়া তিনি খুব চমৎকার নারী ছিলেন বলে উল্লেখ করেন ট্রাম্প।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনাভাইরাস ধরা পড়েছে। কিন্তু তারা এর মধ্যে করোনাভাইরাস কবলিত দেশগুলোতে বেড়াতে যাননি, দেশেই ছিলেন। তা সত্ত্বেও কীভাবে সংক্রামণ ছড়াল তা নিয়ে চিন্তিত তারা। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক নারীও করোনাভাইরাসে আক্রান্ত। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। করোনা বিধ্বস্ত শহরগুলোতে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। প্রাণঘাতী এই ভাইরাস এ পর্যন্ত বিশ্বের ৫৬টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ৮৫ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৯শ জনেরও বেশি মানুষের। তবে নিহতদের মধ্যে বেশিরভাগ চীনা নাগরিক।
সেরা নিউজ/আকিব