স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপ পাকিস্তানে নয় সংযুক্ত আরব আমিরাতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসনা মানি জানিয়েছেন, এখনও এশিয়া কাপ কোথায় হবে সে সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় তার চূড়ান্ত সিদ্ধান্ত আসার গুঞ্জন ছিল। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না।
চীনের পর এশিয়ার দক্ষিণ কোরিয়া ও ইরানে করোনাভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতেও ছড়াচ্ছে আতঙ্ক। দেশটির বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত সাতশ’র বেশি রোগী সনাক্ত হয়েছে। এ কারণেই এসিসির সভায় যোগ দিচ্ছেন না সৌরভ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি অবশ্য দুবাইতে আছেন। দেশটির ক্রিকেট বোর্ড এমনই তথ্য দিয়েছে। তবে পিসিবির প্রধান নির্বাহি ওয়াসিম খান দুবাই সফরে যাননি। আর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এসিসির সভায় না গেলে বাতিল হতে পারে সভা।
বিসিসিআইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আজ রাতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহর দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তারা যাচ্ছেন না। এ কারণে এসিসির সভা বাতিল হতে পারে।’
সেরা নিউজ/আকিব