টেকনাফে র‍্যাবের অভিযানে নিহত ৭ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
টেকনাফে র‍্যাবের অভিযানে নিহত ৭ - Shera TV
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

টেকনাফে র‍্যাবের অভিযানে নিহত ৭

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ৭ জন নিহত হয়েছে। সোমবার ভোরে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে এ ঘটনা ঘটে।র‌্যাব নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি। তবে দাবি করছে, তারা ডাকাত দলের সদস্য।

টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে কুখ্যাত জকির ডাকাতের আস্তানার খোঁজে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে সাতজন নিহত হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360