তিস্তা চুক্তির সম্ভাবনার কথা জানালেন শ্রিংলা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
তিস্তা চুক্তির সম্ভাবনার কথা জানালেন শ্রিংলা - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

তিস্তা চুক্তির সম্ভাবনার কথা জানালেন শ্রিংলা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের এনআরসি ইস্যু, বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না বলে জোর দিয়ে বলেছেন তিনি।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্বনন্দিত নেতা এবং বাংলাদেশ ও আমাদের উপমহাদেশের মুক্তির প্রতীক। ভারতে তার নাম বিশেষ গুরুত্ব বহন করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত এ সফরের অপেক্ষায় রয়েছে।

ভারতের এই পররাষ্ট্র সচিব বলেন, ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন- এনআরসি একান্তই অভ্যন্তরীণ বিষয়। এটা প্রতিবেশি দেশে প্রভাব ফেলবে না। বাংলাদেশেও এর কোন প্রভাব পড়বে না। ভারতের আদালতের নির্দেশনা অনুযায়ীই এনআরসি হচ্ছে।

তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে। এ চুক্তির বিষয়কে ভারতও গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। এই বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এটা প্রমাণিত যে ৫৪টি অভিন্ন নদীর পানির পরিবেশবান্ধব, টেকসই এবং ন্যায্য বণ্টন করার মধ্যেই দুই প্রতিবেশি দেশের বৃহত্তর জাতীয় স্বার্থ নিহিত। দুই পক্ষই একমত যে, অভিন্ন নদী বিষয়ে আরও উন্নতির সুযোগ আছে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে  ২০১৯ সালের আগস্ট থেকেই দু’পক্ষের মধ্যে সংলাপ শুরু হয়েছে।

চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রসঙ্গে শ্রিংলা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই মাসে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত এই সফরের প্রত্যাশায় রয়েছে। কারণ, বঙ্গবন্ধু একজন বিশ্বনন্দিত নেতা এবং বাংলাদেশ ও আমাদের উপমহাদেশের মুক্তির প্রতীক। ভারতে তার নাম বিশেষভাবে গুরুত্ব বহন করে। তিনি বাংলাদেশের মত ভারতেও সমান শ্রদ্ধার পাত্র।

ঢাকার ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম এবং বিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল শেখ মাসুদ আহমেদ।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360