মাশরাফিকে বেশি কষ্ট দিচ্ছে সাংবাদিকরা: পাপন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মাশরাফিকে বেশি কষ্ট দিচ্ছে সাংবাদিকরা: পাপন - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

মাশরাফিকে বেশি কষ্ট দিচ্ছে সাংবাদিকরা: পাপন

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, শনিবার সিলেটে মাশরাফি সংবাদ সম্মেলনে যে সব কথা বলেছে- তা আমি পুরোটা শুনেছি। প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আপনারা (সাংবাদিকরা) মাশরাফিকে একটু বেশি খোঁচাচ্ছিলেন।

পাপন আরও বলেন, এরকম একটা সময় যখন আপনাদের ওর পাশে থাকা উচিত সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এ সব নিয়ে আমাদের আলাপ করা উচিতই না। ও বলে দিয়েছে ও কি চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ দলের অধিনায়ক কে হবে সেটা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। যখন যাকে মনে হয় সেটা বোর্ড করতে পারে। আর মাশরাফি কখন অবসর নিবে সেটা ওর ব্যাপার।

গত বছরের ১৫ মে থেকেই অফ ফর্মে মাশরাফি। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে সবশেষ ১০টি ওয়নাডে ম্যাচ খেলে মাত্র ১ উইকেট শিকার করেন মাশরাফি। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও বল হাতে জ্বলে ওঠতে পারেননি তিনি।

সাম্প্রতিক এ বাজে পারফরম্যান্সের কারণেই রোববার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে খেলার চেয়ে বেশি কথা হয়েছে মাশরাফিকে নিয়ে।

এ দিন জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ৩২১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ ওয়ানডেতে সবচেয়ে বড় জয় পেয়েছে। ১৬৯ রানের বিশাল জয়ের ম্যাচে ২ উইকেট শিকারের পাশাপাশি দারুণ ক্যাপ্টেন্সি করেছেন মাশরাফি।

এ দিন খেলা শেষে বিসিবি সভাপতি বলেন, অধিনায়ক হিসেবে মাশরাফির কোনো রিপলেসম্যান্ট আমাদের হাতে নেই। মাশরাফির অবদানের কথা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। যখন মন চায় সে অবসর নেবে।

প্রসঙ্গত, শনিবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কড়া ভাষায় মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আত্মসম্মান বা লজ্জা… আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান… এ সব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নেই? আমি মাঠে এসে উইকেট না পেলে লজ্জা লাগবে? আমি কি চোর?

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360