ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফিলিপাইনের একটি শপিং মলে ৩০ জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। দেশটির রাজধানী ম্যানিলার গ্রিন হিলসের ভিরা মলে তাদের জিম্মি করে রাখা হয়েছে।
সোমবার সকালে শপিং মলে ঢুকে গুলি চালিয়ে লোকজনকে জিম্মি করেছেন হামলাকারী। তিনি ওই শপিং মলের নিরাপত্তাকর্মী ছিলেন বলে জানা গেছে। খবর সিএনএনের।
জেলা পুলিশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনসন আলমাজানা জানান, ‘বিপথগামী’ এক নিরাপত্তারক্ষী অস্ত্র ও গ্রেনেড নিয়ে শপিং মলের ভেতরে জিম্মিদশার সৃষ্টি করেছে। লোকজনকে জিম্মি করার পর ভেতর থেকে গুলির শব্দ পাওয়া গেছে। এতে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
তিনি জানান, শপিং মলটির বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল।
জিম্মিদের উদ্ধারে ওই ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন সান জুয়ান জেলার মেয়র ফ্রান্সিস জামোরা।
সেরা নিউজ/আকিব