সাগর-রুনি হত্যাকান্ডে মিলল নতুন তথ্য - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
সাগর-রুনি হত্যাকান্ডে মিলল নতুন তথ্য - Shera TV
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

সাগর-রুনি হত্যাকান্ডে মিলল নতুন তথ্য

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২০

অনলাইন ডেস্ক:
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যায় দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। হাইকোর্টে জমা দেওয়া র‌্যাবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকেলে সাগর-রুনির হত্যা মামলার এ অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র‌্যাব। প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডে দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগর-রুনির ব্যবহৃত কাপড়ে তাদের ডিএনএ শনাক্ত করা হয়েছে।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৪ নভেম্বর এ মামলায় সর্বশেষ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য র‌্যাবকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার র‌্যাব মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এ মামলার কারাগারে থাকা আসামি তানভীরের আচরণ রহস্যজনক বলেও প্রতিবেদনে উল্লেখ করে র‌্যাব।

আগামী বুধবার আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে মামলাটির শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

বিস্তারিত আসছে…

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360