ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্য পরীক্ষার উপকরণ (কিট) সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের বরাত দিয়ে শুক্রবার বিবিসির প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এই সপ্তাহে অন্তত ১০ লাখ করোনা পরীক্ষার কিট দরকার; এই মুহূর্তে এত কিট দেশে নেই।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়েছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসের সংক্রমণ ভাবিয়ে তুলছে কর্তৃপক্ষকে।
চলতি সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত সংখ্যক কিট প্রস্তুত হবে বলে গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানায় ওষুধ প্রশাসন। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়কারী পেন্স বলেছেন, যে পরিমাণ কিট রয়েছে তাতে প্রয়োজন মিটবে না।
তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার উপকরণের চাহিদা বাড়ছে। আমাদের পর্যাপ্ত কিট নেই। এই সংখ্যক কিট দিয়ে প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা করা যাবে না।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ৯৩ হাজারের বেশি মানুষ সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের; এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১ জন।
সেরা নিউজ/আকিব