হোয়াটসঅ্যাপে যে ভুলগুলো কখনই করবেন না - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
হোয়াটসঅ্যাপে যে ভুলগুলো কখনই করবেন না - Shera TV
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপে যে ভুলগুলো কখনই করবেন না

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২০

তথ্য প্রযুক্তি ডেস্ক:

বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। ফোন নম্বরের মাধ্যমেই আমরা যোগাযোগ রাখতে পারি এই অ্যাপে। কিন্তু প্রত্যেকটি জিনিসেরই ভাল-খারাপ দুটি দিক আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গার মানুষের সঙ্গে ম্যাসেজে, ভিডিও কল, ছবির আদান-প্রদান ইত্য়াদি হয়ে থাকি। কিন্তু আমাদের নিজস্ব কিছু ভুলের জন্যই আমরা অনেক সময় নানান রকম বিপদে পড়ে যাই। আলোচনা করা যাক ভুলগেলো নিয়ে এবং আর এখনই সতর্ক হয়ে যান এই সব বিষয়ে।

১) আমরা মাঝে মাঝেই আমাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফোটো পরিবর্তন করে থাকি। কিন্তু আমরা এটা জানি না যে এর থেকে হতে পারে নানান বিপদ। কারণ আমাদের কনট্যাক্ট লিস্টে থাকা প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফোটো দেখতে পান। এমনকি এর থেকে অনেক রকম তথ্য় পেয়ে যান অনেকে। সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপে থাকা তিনটি অপশনের (Everyone, My contacts, Nobody) মধ্যে যে কোন একটি ব্যবহার করতে পারেন।
২) আমাদের ফোনের কনট্যাক্ট লিস্ট থেকে কিছু অপ্রাসঙ্গিক নম্বর ডিলিট করে দিতে হবে। যাদের সঙ্গে অনের আগে পরিচয় হলেও এখন আর কোনও যোগাযোগ নেই। এর ফলে বিপদ অনেকটা কম হতে পারে।

৩) হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগে এই অ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসিতে সব কিছু MY contact করে নিন। এর ফলে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার পরিবারের কাউকে বা বন্ধুকে যাই কিছু দেবেন, তা শুধু সেই দেখতে পাবে। অন্য কেউ না।

৪) অনেক সময়ই হয়ে যে আমরা না চাইলেও আমাদের কনট্যাক্ট লিস্টে থাকা কিছু মানুষ হটাৎ করেই কোনও একটি গ্রুপে নিয়ে নেয়। এর জন্য প্রাইভেসিতে থাকা My contacts except ব্যবহার করতে পারেন। এর ফলে যে কেউ চাইলেই আপনাকে গ্রুপে নিতে পারবে না।

৫) প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই হোয়াটসঅ্যাপে ‘Good morning’-ধরনের কিছু ছবি সহ ম্যাসেজে আসতে থাকে। প্রয়োজনীয় ছবি ছাড়া অন্যান্য কোনও ছবি নিজের ফোনে রাখার প্রয়োজন নেই।

৬) আমরা মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ করি। যদি কোনও চ্যাট আপনার প্রয়োজন হয়ে তাহলে সেটি আলাদা ভাবে সেভ করে রাখুন। কারণ, অযথা চ্যাট ব্য়াকআপের ফলে বাড়তে পারে নানান সমস্যা।

সেরা  নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360