নেইমার-এমবাপ্পেকে ছাড়বে না পিএসজি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নেইমার-এমবাপ্পেকে ছাড়বে না পিএসজি - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

নেইমার-এমবাপ্পেকে ছাড়বে না পিএসজি

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক:
ফরাসি গণমাধ্যম লেকিপের ভাষ্যমতে, ফিফার অন্তর্ভুক্ত নয় এমন টুর্নামেন্টের জন্য দলের দুই সেরা তারকা নেইমার ও এমবাপ্পেকে ছাড়বে না ফুটবল ক্লাব পিএসজি। বিষয়টি নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও ব্রাজিলিয়ান ফেডারেশনের (সিবিএফ) সঙ্গেও কথা বলেছে ক্লাবটি। লেকিপের খবর সত্যি হলে টোকিও অলিম্পিকে দেখা যাবে না বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম দুই সেরা ফুটবলারকে!
২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক। তার কয়েকদিন আগেভাগেই শুরু হবে ফুটবল ইভেন্ট। এর আগে আবার জুনে শুরু হবে ২০২০ ইউরো ও কোপা আমেরিকার আসর। নিজ নিজ জাতীয় দলের হয়ে আবার ইউরো ও কোপা আমেরিকায় অংশ নেবেন এমবাপ্পে-নেইমার। ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শেষ হয়ে আরেক মৌসুম শুরুর আগে ফুটবলাররা হয় বিশ্রামে থাকেন নয়তো জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত থাকেন। এখন একইসঙ্গে যদি ইউরো-কোপা আমেরিকা ও অলিম্পিক খেলতে হয় এমবাপ্পে-নেইমারকে, তাহলে দু’জনে বিশ্রামের সময়টা পাবেন কম, শঙ্কা থাকবে চোটে পড়ার।

দলের সেরা ফরোয়ার্ডদের তাই সেই সুযোগটা দিতে চায় না পিএসজি। দু’জনকে অলিম্পিক দল থেকে বাইরে রাখার আহ্বান জানিয়ে তাই ব্রাজিল ও ফ্রান্সের ফেডারেশনকে চিঠি দিয়েছে পিএসজি। পিএসজির ডাকে কতটুকু কাজ হবে সেটা এখনই বলা যাচ্ছে না।
ব্রাজিল এরইমধ্যে ঘোষণা দিয়েছে নেইমারকে অধিনায়ক বানিয়ে অলিম্পিকের সোনা ধরে রাখার মিশনে নামতে চায় তারা। অন্যদিকে এমবাপ্লেও নাছোড়বান্দা। ক্লাবকে জানিয়ে রেখেছেন, ফ্রান্সকে অলিম্পিকের সোনা এনে দিতে যেকোনো মূল্যে খেলবেন তিনি।  নেইমারের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটা না জানা গেলেও এমবাপ্পের গোঁয়ার্তুমিতে শেষ পর্যন্ত কাজ হতে পারে বলে জানিয়েছে লেকিপে। এমনিতেই পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে বসেননি ২০ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আবার রিয়াল মাদ্রিদের মত বড় বড় ক্লাবগুলো ওঁত পেতে বসে আছে এমবাপ্পেকে দলে টানার জন্য। ভবিষ্যতের সেরা খেলোয়াড়টিকে দলে রেখে দেয়ার জন্য হয়তো খানিকটা ছাড়ই দেবে প্যারিসের জায়ান্টরা।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360