বিনোদন ডেস্ক:
বিয়ের কয়েক বছরের মধ্যে সাহিল সংঘের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দিয়া মির্জা। শোনা যায়, বলিউডের জনপ্রিয় সংলাপ লেখিকা কণিকা ধিলনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সাহিল সংঘ। সে কারণেই কি দিয়া-সাহিলের বিচ্ছেদ!
কণিকা ধিলন হলেন পরিচালক প্রকাশ কোভেলামুদির প্রথম পক্ষের স্ত্রী। প্রকাশের সঙ্গে কণিকার বিচ্ছেদের পর পর বর্তমানে বাহুবলি অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে ডেট করছেন প্রকাশ কোভেলামুদি।
সাহিলের সঙ্গে বিচ্ছেদের পরও দিয়া কীভাবে এত শান্ত রয়েছেন, এমন প্রশ্ন উঠতে শুরু করলে হেসে ফেলেন দিয়া মির্জা। দিয়া মির্জা বলেন, নিজেদের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিয়ের পর যেমন অনেক কিছু মেনে নিয়ে সংসার করা হয়। তেমনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও, তা প্রথমে মেনে নিতে সমস্যা হলে, ক্রমশ বিষয়টি নিয়ে প্রত্যেকের সহমত প্রকাশ করা উচিত।
এদিকে সাহিল সংঘের সঙ্গে যখন কণিকা ধিলনের নাম জড়াচ্ছে, সেই সময় দিয়ার সঙ্গে অভিনেতা মোহিত রায়নার নাম জড়াচ্ছে। সত্যিই সম্পর্কে জড়িয়েছেন কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি দিয়া মির্জা। খবর: জি নিউজ
সেরা নিউজ/আকিব