বিনোদন ডেস্ক:
গোপালগঞ্জের সেই আরুক মুন্সি ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করছেন।ছবিটিতে তিনি হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিটি পরিচালনা করছেন সালমান হায়দার।
আরুক মুন্সির বিপরীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। অবশ্য এ বিষয়ে মৌসুমীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামের বাসিন্দা আরুক মুন্সি। বঙ্গবন্ধুর অন্ধ ভক্ত তিনি। তাইতো বঙ্গবন্ধুর চশমা, গোঁফ ও চুল অনুকরণ করে তার কিছু স্থিরচিত্রও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন তিনি।
এতে শেখ হাসিনার চরিত্রে অপর্ণা ঘোষের অভিনয়ের কথা পরিচালক জানালেও এতে অভিনয়ের জন্য এখনও কোনা চুক্তি হয়নি।
শেখ রেহানার চরিত্রে ভাবনা, শেখ রাসেলের চরিত্রে রোহান, শেখ কামালের চরিত্রে ইউসুফ ও শেখ জামালের চরিত্রে সাব্বিরের অভিনয়ের কথা রয়েছে বলে জানান পরিচালক।
সেরা নিউজ/আকিব