ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। বিভিন্ন দেশ করোনা রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। করোনায় আক্রান্তের শঙ্কায় রয়েছেন অনেক দেশের রাষ্ট্রপ্রধানরাও। তেমনই শঙ্কার কারণে নিজ থেকে কোয়ারেন্টিনে গিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো ডি সুজা। রবিবার দেশটির সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার পর্তুগালের উত্তরাঞ্চলীয় একটি স্কুলের একদল শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্সেলো রিবেলো। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। গত শনিবার ওই দলটির এক শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ কারণে সতর্কতাস্বরূপ দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। তবে কোনো সরকারি কোয়ারেন্টিন সেন্টার নয়, দুই সপ্তাহ নিজ বাড়িতেই আলাদা থাকবেন তিনি।
বলা হয়, শরীরে করোনা আক্রান্তের কোনও লক্ষণ না থাকলেও স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ মেনে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ প্রেসিডেন্ট। এ সময়ে তিনি কোনও ধরনের প্রকাশ্য কার্যক্রমে অংশ নেবেন না।
পর্তুগালের এখন পর্যন্ত ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে নিহতের ঘটনা ঘটেনি। করোনা প্রতিরোধে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শনিবার পর্যন্ত বিশ্বে নিহত হয়েছেন ৩৮৩১ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি। চীনে করোনার প্রভাব কমতে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রেও আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ১০৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
সেরা নিউজ/আকিব