ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফরাসি সংস্কৃতি মন্ত্রী ফ্রাঙ্ক রিয়েসটার কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনাভাইরাস ধরা পড়ে। তবে তিনি ভালো আছেন বলে ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে।
ফরাসি জাতীয় সংসদের নিম্নকক্ষের কার্যক্রমে বেশ কিছু দিন অংশ হিয়েছিলেন ৪৬ বছর বয়সী ওই মন্ত্রী। নিম্নকক্ষের ৫ জনের আগেই করোনাভাইরাস ধরা পড়েছিল।
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ফরাসী নাগরিকদের ক্ষেত্রে করোনাভাইরাসের বিষয়ে যে নিয়ম প্রযোজ্য তা মেনে চলতে হবে মন্ত্রীদেরও। সতর্ক থাকতে হবে এবং এ ভাইরাস যাতে না ছড়ায় তার পদক্ষেপ নিতে হবে।
সূত্র: ফ্রান্স ২৪
সেরা নিউজ/আকিব