বিনোদন ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় গিয়ে জেব্রা ও কুমিরের মাংস দিয়ে ভোজন করে হৈচৈ ফেলেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে আফ্রিকায় রয়েছেন তিনি। তার সঙ্গে আছে ছবিটির পুরো ইউনিট।
সেখানেই কাজের ফাঁকে ‘কার্নিভোর দ্য রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় হানা দেন সৃজিত। অর্ডার করেন গ্রিল করা কুমিরের মাংস, জেব্রার স্টেক। সেইসব খাবারের ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে শূকর ছিল খাবারের মেনু হিসেবে।
এদিকে ইনস্টাগ্রামে পোস্ট করা সেসব ছবি নিয়েই উত্তাল হয়েছে নেটদুনিয়া। অনেকে সমালোচনাও করছেন এই বাঙালি পরিচালকের। করোনা আতঙ্কের মধ্যে সৃজিতের এ ধরনের খাবার গ্রহণে অবাক হয়েছেন অনেকে।
সেরা নিউজ/আকিব