বিনোদন ডেস্ক:
কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি। সম্প্রতি এ নির্মাতা তার নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। জানা গেছে, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে পুরো ইউনিট নিয়ে আফ্রিকায় অবস্থান করছেন সৃজিত।
জিনিউজের প্রতিবেদন বলছে, সিংহাসনে রাখা বাঘের ছালের উপর বসে রয়েছেন। সিংহাসনের মাথায় মহিষ, পাশে একটি হরিণের মাথা, পায়ের নিজেও একটি মহিষের মুণ্ডু। হাতে ধরে রেখেছেন রঙিন লাঠি। আফ্রিকা থেকে নিজের টুইটারে সম্প্রতি এমনই একটি ছবি পোস্ট করে সৃজিত ছবির ক্যাপশনে লেখেন, ‘মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি।’ হ্যাশট্যাগে কাকাবাবুর প্রত্যাবর্তন। আর সৃজিতের পোস্ট করা ছবিটিই রিটুইট করেছেন সৃজিতপত্নী মিথিলা। তিনি লিখেন, ‘আমি বললাম আমার আফ্রিকা ভালোলাগে, আর ও কথাটা সিরিয়াসলি নিল।’
মিথিলার ওই পোস্টের পর ভক্তদের মন্তব্য তবে কী স্বামী সৃজিত তার স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন?
প্রসঙ্গত গত ২৯ ফেব্রুয়ারি কলকাতায় রিসেপশনের আনুষ্ঠানিকতা সেরেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শুটিংয়ের জন্য আফ্রিকা উড়াল দিয়েছেন সৃজিত মুখার্জি।
সেরা নিউজ/আকিব