বয়স জানালেন বাঁধন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বয়স জানালেন বাঁধন - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বয়স জানালেন বাঁধন

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক:

আমার বয়স ৩৬, এটাকে লুকাতে হবে কেন? আমি কিন্তু বয়স এবং আমার বাচ্চা কোনোটাই গোপন করিনি কখনো। এই নিয়ে আমার কোনো ট্যাবু নেই। এই ট্যাবুকে ভাঙতে হবে।

নিজের বয়স নিয়ে এভাবেই সহজ সরল উচ্চারণ লাক্স তারকা আজমেরী হক বাঁধনের। তিনি জানান সম্প্রতি ‘মারিয়া’ নামের একটি ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন বলে গুঞ্জন শোনা যায়, নতুন জীবন শুরু করতে যাচ্ছেন কি না সে বিষয়েও স্পষ্ট কথা বললেন। অর্থাৎ বাঁধন যেন ঝকঝকে আয়না যেখানে তাকালেই নিজের পরিচ্ছন্ন মুখ দেখা যায়। টলটলে জল, যার দিকে তাকালে গভীর পর্যন্ত ঘুরে আসে চোখ।

বাঁধন একা মা। এই দেশে একা মায়েদের চলার পথ খুব একটা সহজ নয়। তাই জীবন নিয়ে নতুন করেই ভেবে থাকেন অধিকাংশ মানুষ। এমনই প্রশ্ন করা হয়েছিল বাঁধনকে মানে বিয়ে করার পরিকল্পনা রয়েছে কি না বিয়ে করবেন কি না। বাঁধন খুব সহজ ভাবে নিজের চিন্তা শেয়ার করেলেন। বললেন, ‘আমি ফের বিয়ে করবো বা আমার লাইফে আরেকজন মানুষের প্রয়োজন এটা আমি এতো বছর ফিল করিনি। কিন্তু এখন মনে হচ্ছে কেউ একজন পাশে থাকলে ভালো হতো। এরকম না যে আমার আর আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে, এটা প্রয়োজন নেই। পথ চলার সময় কেউ একজন পাশে থাকলো, পাশে থেকে বলল, আছি তো তোমার সাথে- এমন হলে ভালোই হতো।’

ক’দিন আগে একটা সিনেমায় কাজ করেছে। বেশ চাউর হয়েছে এই খবর। এটা নিয়েও প্রশ্ন করলাম। সিনেমায় কাজ করলেন অথচ গোপন করে গেলেন পুরো বিষয়টা, কেন? লাক্স তারকার কাছে সুন্দর ব্যাখ্যা রয়েছে বলেন। সে ব্যাখ্যা দিলেন। ‘আসলে যাদের সাথে কাজটা আমি করেছি, একেকজন মানুষের কাজের প্যাটার্ন একেক রকম হয়। একেক জন মানুষের প্রচারের ধরন একেক রকম হয়। আমরা তো সব কিছুতে অভ্যস্ত হতে শিখি না, যখনই কেউ আলাদা কিছু করে তখনই অনেকে অনেক কথা বলা শুরু করে। ওদের কাজের ধরন আলাদা, ওদের প্রচারের ধরন আলাদা। ওদের মনে হয়েছে কাজটা একটা সম্মানজনক জায়গায় যখন যাবে তখন বিষয়টা নিয়ে কথা বলবে, চরিত্রটাকে সামনে নিয়ে আসবে। ওটা ওদের স্ট্র্যাটেজি। আমি ফিল্ম করেছি এটা কখনও অস্বীকার করিনি, কিন্তু বিষয়টি নিয়ে এখন কথা বলবো না সেটা বলে নিয়েছি।’

নতুন এই চলচ্চিত্রকে জীবনের গুরুত্বপূর্ণব অধ্যায় হিসেবে অভিহিত করলেন বাঁধন। বললেন, ‘আমি প্রথমেই বলে নিয়েছি যে ছবির ডিটেলস বলতে পারবো না। তবে এই ছবিতে কাজ করতে গিয়ে বুঝেছি জীবন বোধ। ছবিটা আমাকে নতুনভাবে নিজের সাথে নিজের পরিচয় করিয়ে দিয়েছে। জীবন দর্শনের অনেক পরিবর্তন এনেছে। কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন আমি কাজের প্রতি অনেক সিনসিয়ার। কিন্তু আমি কখনো কাজের প্রতি ভালোবাসা ছিল না, এর কারণ হলো আমি জীবনযুদ্ধে এতো বেশি জর্জরিত ছিলাম যার কারণে ভালোবাসাটা হয়ে ওঠেনি, বলা যায় এই ছবিটা আমাকে নতুনভাবে জন্ম দিয়েছে।

আলোচনা প্রসঙ্গে বয়সের কথা উল্লেখ করলেন। বয়স বলা-কওয়া নিয়ে একদম জড়তা নেই এই অভিনেত্রীর। বাঁধন বলেন ‘আমার ৩৬ বছরের জীবনে দুইটা টার্নিং পয়েন্ট একটা হলো লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়া আরেকটা হলো এই ছবিটা। গত এক বছরের এই ছবিতে দেওয়া সময়টা আমাকে আসলে কোথায় নিয়ে যাবে জানি না, তবে এটা একটা আমার জীবনের বড় টার্নিং পয়েন্ট। ৩৬ বছর উচ্চারণ করতেই বাঁধনকে বলা হলো বয়স বলে দিলেন? বাঁধন দ্বিধাহীন কণ্ঠে বললেন, ‘হ্যাঁ, আমি কিন্তু বয়স এবং আমার বাচ্চা কোনোটাই গোপন করিনি কখনো। এই নিয়ে আমার কোনো ট্যাবু নেই। এই ট্যাবুকে ভাঙতে হবে। আমরা বয়স বলি না বলে আমাদেরকে আরো বেশি চাপানোর চেষ্টা করা হয়। তোমার বাচ্চা আছে বলে ক্যারিয়ার নষ্ট হবে, বয়স্ক মনে করবে সময়ের সাথে বয়স তো হবে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা যে স্বাভাবিক এটাকে সেভাবেই নিতে হবে।

বাঁধনকে নির্বাচনী ক্যাম্পেইনেও দেখা গেছে। রাজনীতিতে আসার ইচ্ছে আছে কি না জানতে চাইলে বলেন, ‘আসলে রাজনীতি নয়। এই দেশে আমার জন্ম, এই দেশকে ভালোবাসতে হলে কোনো উপলক্ষ্য লাগে না, রাজনীতি লাগে না। দেশের জন্য কিছু করতে চাইলে রাজনীতি করতেই হবে এমন কোনো কথা নেই। আমার বাচ্চাকে আইনিভাবে ফিরে পেয়েছি, এটার জন্যই এই দেশের, এই দেশের কিছু মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। সেভাবে আমার রাজনীতিতে আসার সম্ভাবনা নেই।’

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360