বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। অন্যদিকে স্ত্রী সামিরার দাবি সালমান আত্মহত্যা করেছেন। এ নিয়ে দীর্ঘ সময় তদন্তও হয়েছে। সর্বশেষ গত মাসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে জানিয়েছে, সালমান শাহ আত্মহত্যাই করেছেন। এই বিষয়টি প্রকাশ হওয়ার পর সালমান শাহের মা নীলা চৌধুরী এটি প্রত্যাখ্যান করেন।
নীলা চৌধুরী বলেন, ‘আত্মহত্যা নয়, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ ১০ মার্চ যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পিবিআই প্রকাশিত এ রিপোর্ট প্রত্যাখ্যান করে নীলা চৌধুরী পুনরায় এর সুষ্ঠু তদন্ত দাবি করেন। সে সঙ্গে সালমানের স্ত্রী সামিরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আবারও অভিযোগ করেন।
নীলা চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সে যদি আত্মহত্যাই করে থাকে তাহলে কেন আমরা তার ঘরে যাওয়ার পূর্বেই তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে ফেলা হয়েছিল? সে যে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে, বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয়। কারণ ফ্যানের সঙ্গে ঝুললে তার পা মাটিতে লেগে যেত।’
পুত্রবধূ সামিরাকে ছেলে হত্যার জন্য দায়ী করে নীলা চৌধুরী আরও বলেন, ‘সামিরার অবৈধ সম্পর্ক জেনে যাওয়ার কারণেই সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।’
চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল, বিয়েও করতে চেয়েছিলেন, এমন অভিযোগ মিথ্যে বলে নাকচ করেন নীলা চৌধুরী।
মিডিয়ায় শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূ সামিরার অভিযোগ প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, সে আমার বিরুদ্ধে মিথ্যা বলে মামলা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী বিল্টু ও মামা আওরঙ্গজেব বুলবুল উপস্থিত ছিলেন।
সেরা নিউজ/আকিব